জুমার নামাজের গুরুত্ব।
জুম্মা নামাজের গুরুত্ব:
জুমার নামাজ ফরজ তবে ঐসব পুরুষের জন্য ,যাদের উপর জামাআতে সালাত আদায় করা ওয়াজিব।
আল্লাহ্ তাআলা বলেন ,
বাংলা অর্থ:
"হে মুমিন গন !জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো,এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো।"(সুরা জুম'আ,আয়াত ৯)
সালাতে আসতে হয় খুশু-খুযু, ভয়-ভীতি ও বিনয়ের সাথে। দৌড়ে কখনো নামাজে যাওয়া উচিৎ না,এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।
জুমার নামকরণ:
মুসলিমদের জমায়েত হওয়ার কারণে এই দিনের নাম জুমাআর দিন অর্থাৎ জমা হওয়ার দিন। জুমার অর্থ জমায়েত বা সম্মেলন।
সর্বপ্রথম জুমা:
প্রথম হিজরীতে হিজরতের পর পর নবী করিম (সাঃ) এর মদিনা আগমনের সাথে সাথে জুমআ ফলজ হয়।রাসূল (সাঃ) সর্ব প্রথম জুমা পড়ান মদিনার কুবা মসজিদে ও মসজিদে নববীর মধ্যবর্তী 'বনু সালেম ইবনে আউস' গোত্রে ।বর্তমানে এ যায়গার নামকরণ করা হয় মসজিদে জুমআ নামে।এরপর তিনি (সাঃ) মসজিদে নববীতে জুমা আদায় শুরু করেন। বর্তমান সৌদি আরবের পূর্ব এলাকা বাহারাইনের একটি গ্রামের নাম জুওয়াসা ।এ এলাকায় আবতে কাইস গোত্রের বসতি ছিল।অতঃপর এখানে জুমা পড়া শুরু হয়েছিল। উল্লেখ্য এই বাহারাইন বর্তমান রাষ্ট্র বাহারাইন নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন