প্রসাবে দুর্গন্ধ, কারণ কি এবং সমস্যার সমাধান।
আমরা জানি যে, সম্পূর্ণ স্বচ্ছ হালকা হলুদ রঙের হলো মানুষের প্রসাবের রং ।হালকা গাড় হলেও স্বাভাবিক ধরা হয়।এইরকম হলে পানি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। প্রসাবের সাধারণত কোন গন্ধ নেই,কিন্ত বাতাসের সংস্পর্শে কিছুটা গন্ধ হয়।যার কারণে পাবলিক টয়লেটে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর প্রসাবের দুর্গন্ধ থেকে জানা যায় দায়ী। এক্ষেত্রেও সংক্রমণ হয় মূত্রনালীতে। যে কারণে প্রস্রাবে দুর্গন্ধ, প্রস্রাবের রং পরিবর্তন এসব একাধিক সমস্যা হয়। যেখান থেকে যোনিতে জ্বালা, দুর্গন্ধ যুক্ত প্রস্রাব এসব সমস্যা থেকেই যায়।
সাধারণত যারা ইস্ট এর সমস্যায় ভুগছেন বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রসাবে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ বাড়ার আগে ডাক্তারের কাছে গিয়ে দেখাতে পারেন। না হলে বড় কোনো সমস্যা হতে পারে।
প্রসাবের মাধ্যমে আমাদের শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায়। এই প্রসাবকে বলা হয় রেচন পদার্থ। এগুলোর কারনে দুর্গন্ধ হয়।
পানি কম খেলে প্রসাবের পরিমাণ কমে যায়, যার কারণে আরও বেশি দুর্গন্ধ সৃষ্টি হয়।
তাই আপনার প্রয়োজন সচেতন থাকা।
আমাদের পাশে সব সময় থাকতে ফলো দিয়ে রাখুন।
ফি-আমানিল্লাহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন