হ্যান্ডসাম হওয়ায় ৫ টি ট্রিপস।

 


আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা। 

নিজের চেহারা উজ্জ্বল নূরানী করতে চাইলে প্রতিদিন রাতে এক চামচ করে খাবেন।রাসূল মোহাম্মদ (সঃ) প্রতিদিন নিজেও রুটির সাথে এই খাবারটি খেতেন। 

প্রতেকেই চায়  নিজেকে দেখতে হ্যান্ডসাম দেখাক। কিন্ত কখনো কি ভেবে দেখেছেন হ্যান্ডসাম হতে কি লাগে অথবা কোন জিনিস এর ভিত্তিতে একজন মানুষকে হ্যান্ডসাম দেখায়?

যদি আপনিও হ্যান্ডসাম হতে চান এই ব্লগটি সম্পূর্ণ পড়ুন। 

আপনাদের এমন ৫টি ট্রিপস দিব,যেগুলো করলে আপনি খুব সহজেই সকলের সামনে হ্যান্ডসাম বলে গন্য হবেন। 

এগুলো জানার আগে জেনে নেওয়া যাক হ্যান্ডসাম বলতে কি বুঝায়। 

হ্যান্ডসাম মানে এই না যে আপনি খুব ফর্সা বা আপনার চেহারা বেশ সুন্দর। একইভাবে শ্যামলা বা একটু কম সুন্দর চেহারার লোককেও কিন্তু হ্যান্ডসাম বলা যাবে না।আপনি কতটা হ্যান্ডসাম সেটা নিভর করে আপনি অন্য জনের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারেন। যদি আপনি অন্যের সামনে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারেন তবেই আপনি হ্যান্ডসাম। আর যদি  আপনি নিজেকে অন্যের উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনি যতই ফর্সা বা আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, আপনাকে কিন্তু হ্যান্ডসাম বলা যাবে না। 

আমরা যদি মহানবী (সা:)এর জীবনের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো তার উপস্থিতি, পদচারণা, ধ্যানধারণা সবকিছুই ছিল মানব ইতিহাসের সর্বোত্তম। তিনি তার জীবদ্দশায় একটিও কাজ করেন নি,যেটাকে খারাপ বা অনুচিত বলতে পারেন। তাই এই পৃথিবীতে নিঃসেন্দহ নবীজি ছিলেন সবথেকে হ্যান্ডসাম। চলুন সেই  ট্রিপস গুলো যেনে নেওয়া যাক। 

1/


আমাদের প্রথম ট্রিপস হলো নিজের চুলকে ঠিক ঠাক রাখা।আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চাইলে নিজের চুলের অনেক যত্ন হবে।একজন রুক্ষ ও উক্ষোখুক্ষো চুলওয়ালা মানুষ যতই সুন্দর হোক না কেন, তাকে কিন্তু হ্যান্ডসাম বলা যাবে না। চুলের যত্ন এর পাশাপাশি হেয়ার স্টাইল ও একটা গুরুত্বপূর্ণ ট্রিপস। 

2/


আমাদের দ্বিতীয় ট্রিপস হলো সুন্দর ভাবে হাটা।একটি সুন্দর হাঁটার স্টাইল মানুষের ব্যাত্তিতের বহিঃপ্রকাশ ঘটায়। সুন্দর স্টাইলে হাটা লোকজনকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগে। আপনি যত দামি আর সুন্দর পোশাকই পরেন না কেন, আপনার হাঁটার স্টাইল যদি সুন্দর না হয় তবে কিন্তু কেউ আপনাকে হ্যান্ডসাম হিসেবে গণ্য করবে না।মূলত আত্মবিশ্বাস হীন মানুষরাই বাজে স্টাইলে হাটে।

3/


আমাদের তৃতীয় ট্রিপস টি হলো সুগন্ধি ব্যবহার। একটি জিনিস সবসময় মনে রাখবেন। তা হলো-আপনি যত সুন্দর আর পরিপাটিই হন না কেন, আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে চেষ্টা সব বৃথা।শরীরের থেকে দুর্গন্ধ বের হওয়া লোককে কখনোই হ্যান্ডসাম বলা যাবে না। নবীজি বলেছেন দুনিয়া থেকে ৩টি জিনিস অধিক প্রিয়। বউ,সুগন্ধি আর নামাজ।

4/ 


চতুর্থ ট্রিপস হলো নিয়মিত ব্যায়াম করা ।আদর্শ কিছু ব্যায়াম হলো পুশ আপ,সিট আপ,পুল আপ,প্যাংক ইত্যাদি নিয়মিত অসব ব্যায়াম করলে শরীরের দূষিত হরমোন বের হয়।

শুরুতেই বলেছিলাম নবীজি একটি খাবার খেতেন সেটা হলো ঘি।রুটির সাথে ঘি খাওয়া বেশ স্বাস্থ্যকর খাবার। 

5/


প্রিয় পাঠক, এবার আমাদের লিস্টের পঞ্চম ও শেষ ট্রিপস টি হলো আপনি নিজেকে অন্যের সামনে কিভাবে উপস্থাপন করছেন?  একটা কথা মনে রাখবেন আপনি যত সুন্দরই হন না কেন আপনার মাঝে যদি আত্মবিশ্বাস এর ঘাটতি থাকে,কনফিডেন্স স্কিল এর অভাব থাকে,আপনার কথা বলার স্টাইল যদি ভাল না হয় তবে আপনি চাইলেও বা যা করেনই না কেন, আপনাকে কিন্তু কোনো দিনই হ্যান্ডসাম বলা যাবে না। আপনি যদি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান,অন্যদের চেয়ে উত্তম ব্যাত্তিতের হতে চান, আপনাকে এই মাত্র বলা সব কয়টি গুনই অর্জন করতে হবে। কার সাথে কথা বলতে গেলে যদি মুখে জরতা কাজ করে,আত্মবিশ্বাস কম থাকে তবে তা ঠিক করার চেষ্টা করবেন। আপনি নিজের প্রতি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, আপনার ততই কনফিডেন্স বাড়বে এবং আপনি তত বেশী হ্যান্ডসাম হয়ে উঠবেন। 

এই ৫ টি ট্রিপস মেনে চলতে পারলে আপনি হ্যান্ডসাম হয়ে উঠবেন। তাই যারা হ্যান্ডসাম হতে চান তারা এই ট্রিপস গুলো মেনে চলবেন। 


লেখাটা যদি ভাল লেগে থাকে তাহলে এখুনি ফলো দিয়ে রাখুন এবং নতুন কিছু জানতে কমেন্টস করুন ।ফি-আমানিল্লাহ। 

মন্তব্যসমূহ