ওয়াড বয় ও ট্রলি ম্যান মানে কি?এদের মধ্যে পার্থক্য কি?
আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।
আপনারা যারা সচরাচর মেডিক্যাল এ যাওয়া আসা করেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে ওয়াড বয় ও ট্রলি ম্যান মানে কি?এদের মধ্যে পার্থক্য কি?এদের কাজ কি? এই রকম আর অনেক প্রশ্ন জাগতে পারে। এই সকল প্রশ্নের উওর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো।
- ট্রলি ম্যান
যে কোন কমস্থানে সকল বিভাগের লোকের কাজ গুরুত্বপূর্ণ ,তেমনি ট্রলি ম্যান ও গুরুত্বপূর্ণ পেশা। সাধারণত যে সব রোগীরা হাঁটা চলা করতে পারে না তাদেরকে হুইলচেয়ার ও ট্রলি দ্বারা যারা নিয়ে যায় ,তাদেরকে বলা হয় ট্রলি ম্যান। এছাড়া ও এরা আরও অনেক কাজ করে থাকে।
2 ওয়াড বয়
কোন এক ওয়াডের যাবতীয় কার্যক্রম যে করে থাকে তাকে ওয়াড বয় বলে।নার্স দের পাশাপাশি এরাও রোগীর সেবা করা সহ আরও অনেক কাজ করে থাকে। রোগীদের সকল অসুবিধায় এদেরকেই পাওয়া যায়।
তাছাড়া ও আরও অনেক কাজ করে থাকে তারা।এদের গুরুত্ব অপরিসীম।
যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভুল সংশোধন করার সুযোগ করে দিবেন। ফি-আমানিল্লাহ।
খুব ভালো
উত্তরমুছুনKhub valo 👌
উত্তরমুছুনJajakallah
মুছুন