নামাজ পড়ার নিয়ম। কি ভাবে নামাজ আদায় করতে হয়।

আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নামাজ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রত্যেক মুসলিমদের উপর নামাজ আদায় করা ফরজ। নামাজ আদায় করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা না মানলে নামাজ আদায় হবে না। যেহেতু পবিত্রতা ইমানের অংশ, তাই নামাজ আদায় করার পূর্বশর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। এর জন্য অজু করতে হবে। অজু হচ্ছে নামাজের চাবি। অজু করে নামাজে দাঁড়াতে হবে। আসুন জেনে নিই কি ভাবে নামাজ আদায় করতে হবে। ২ রাকাত নামাজ আদায় করার নিয়ম। ১ প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। ২ মনে মনে নিয়ত করুন, কোন ওয়াক্ত এর নামাজ পড়বেন?ফরজ, ওয়াজিব,সুন্নত না নফল তা নিয়তে উল্লেখ্ করুন। এবং আল্লাহ্ আকবর বলে তাকবিরে তাহারিমার পরে নারীরা বুকে এবং পুরুষেরা নাভি বরাবর হাত বাঁধবেন। ৩ সানা পড়বেন। ৪ এবার মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করুন। ৫ সুরা ফাতিহা পড়বে এবং অন্য একটি সুরা মিলাবে। ৬ ধীর স্থির ভাবে রুকু ও ২ সেজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে। ৭ সুরা ফাতিহা পড়ব...